,

জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও আলোচনা সভা

সংবাদদাতা:: জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের দেশব্যাপী জেলা প্রতিনিধিদের সমন্বয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের প্রস্তুতি ও মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ঘোষিত গৃহনির্মাণ, ঋণ বাবদ সুদমুক্ত ১০ লক্ষ টাকার সদ্ব্যবহার সংক্রান্ত দিক নির্দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল হারুন-অর-রশীদ বীরক্রিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর প্রাক্তন জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন। আলোচনা সভার শুরুতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁর দীর্ঘায়‚ কামনা ও ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের জন্য মাগফিরাত কামনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকারের অকৃপণ ও আন্তরিক সহানুভ‚তির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ফাউন্ডেশনের মহাসচিব জিকে বাবুল বর্তমান মুক্তিযোদ্ধাবান্ধব শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও ভবিষ্যত প্রজন্মের জন্য ‘মুক্তিযোদ্ধা ব্যাংক’ ‘মুক্তিযোদ্ধা হাসপাতাল’ ‘কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান’ ‘মুক্তিযোদ্ধা টেলিভিশন চ্যানেল’ অনুমোদনের দাবী করেন। যা দেশের সব মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অংশ দিয়ে শেয়ার বাবদ অর্থ সংস্থানের ব্যবস্থা করা হয়। বিশেষ অতিথি মোঃ মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধাদের প্রতি সার্বিক সহানুভ‚তি প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দেশের সব জেলা প্রতিনিধিরা খোলামেলা আলোচনায় অংশ গ্রহন করেন এবং দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন জানান ও মুক্তিযুদ্ধের আদর্শে দেশকে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর