,

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন এমপি মিলাদ গাজী

সংবাদদাতা :: হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর ঐকান্তিক প্রচেষ্ঠায় দীর্ঘ ৩৬ বছর পর নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হলো। এমপিওভুক্ত হওয়ার ফলে অবশেষে আলোর মুখ দেখেছে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ২ হাজার ৭ শত ৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্যে ধুলচাতল  তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা অর্ন্তভূক্ত হওয়ায় এলাকায় আনন্দ উল্লাস বিরাজ করছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে পূরণ করলেন এমপি মিলাদ গাজী। এমপিও ভুক্ত ঘোষণা করায় শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি ও হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাউসা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অত্র বিদ্যাপিঠের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও গভর্ণিং বডির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর