,

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে ব্যতিক্রমী উদ্যোগ

সবচেয়ে বেশি গর্ববোধ করি, যখন মনে হয় আমি স্বাধীন দেশের নাগরিক.. এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার:: তখনই সবচেয়ে বেশি গর্ববোধ করি, যখন মনে হয় আমি স্বাধীন দেশের একজন নাগরিক। প্রতিটি বাঙালির জন্যই সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মহান স্বাধীনতা। জেল-জুলুম ও দীর্ঘ চড়াই-উৎরাই পেড়িয়ে এই স্বাধীনতা এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বকালের শ্রেণী বাঙ্গালি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শকে সামনে রেখে কাজ করলে আগামী দিনে দুর্নীতি মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। গতকাল সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ সম্পর্কে জানি শীর্ষক স্বাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির। এ সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের অর্ধশতাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের জন্য তিনি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাৎকার গ্রহণকালে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন দাশ, সিনিয়র শিক্ষক মাওঃ আনোয়ার আলী ও শ্রেণি শিক্ষক শিউলী রাণী দাশ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর