,

সড়ক মহাসড়কে দুর্ঘটনা বন্ধে আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে

বাহুবলে বিশেষ আইন-শৃংখলা সভায় মিলাদ গাজী এমপি

বাহুবল প্রতিনিধি:: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, সড়ক-মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনা ঘটে অপ্রাপ্ত বয়ষ্ক চালক, নির্ঘম গাড়ি চালনা, দ্রæতগতিতে ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানার করণে। সড়ক দুর্ঘটনা রোধ করতে এসব অরাজকতা বন্ধ করতে হবে। ট্রাফিক সিগন্যাল লংঘন, ফিটনেসবিহীন গাড়ি চালনা, ওভারটেকিং-এর বিরুদ্ধে কঠোর হতে হবে। তিনি বলেন, মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনাই ঘটছে ট্রাক চালকদের নির্ঘুম গাড়ি চালনার কারণে। এসব বিষয়ে মালিক, চালকসহ সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে জাতীয় নিরপদ সড়ক দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিচিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাইফুদ্দিন লিয়াকত, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব, আনসার ভিডিপি অফিসার রানা বণিক, সাবেক চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম, হুমায়ূন রশিদ জাবেদ, উপজেলা ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, সাংবাদিক সোহাইল আহমেদ, ড্রাইভার আব্দুল গফ্ফার চৌধুরী।


     এই বিভাগের আরো খবর