,

মাদকমুক্ত সমাজ গড়তে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে -এএসপি রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আইন শৃঙ্খলা ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে হবিগঞ্জ সদর মডেল থানার গোপায়া ইউনিয়নের ৫নং বিট পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-অভিভাবক, স্কুল, কলেজ শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংশ দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন-নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদকে না বলা, নিজের পিতা মাতা ও দেশের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করতে হবে। দূর্নীতিমূক্ত সমাজ প্রতিষ্ঠা করার পাশাপাশি, উন্নত বাংলাদেশ বির্নিমানে নিজেকে দ জনশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেদের আত্মত্যাগে বলিয়ান হওয়া, নিজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও লালন করা, দেশের জণগনের ট্যাক্স ও ভ্যাটের টাকায় এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি অবকাঠামো নির্মিত, এটি বুঝে জণগণের সেবাই নিজেকে প্রস্তুত করতে হবে। উঠান বৈঠকে তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন-আজকাল দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মাদকাসক্তিতে আসক্ত হয়ে নিজের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাদের জীবন ধ্বংসের পাশাপাশি ধ্বংস হয় তাদের ফ্যামিলির আশা-আকাঙ্খা ও স্বপ্ন। তাই প্রত্যেক তরুণের স্বপ্ন থাকা উচিত, যে স্বপ্ন হবে দেশটাকে দুর্নীতিমুক্ত করে স্বনির্ভর ভাবে গড়ে তোলা। শুধু সার্টিফিকেটের জন্য শিক্ষা গ্রহণ নয়। সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পিছনে ঘুরতে হয় না। চাকরিই মানুষের পিছনে ঘুরে। এর জন্য দরকার দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা। দুর্নীতি আমাদের জীবনকে ধ্বংস করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।


     এই বিভাগের আরো খবর