,

হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ১০ মাসের সাফল্য নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনস্থ চুনারুঘাটে বাল্লা বিওপিতে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় বাল্লা বিওপিতে চুনারুঘাট প্রেস ক্লাব সাংবাদিক বৃন্দের সাথে এক মতবিনিময় সভায়, হবিগনজ ব্যাটালিয়ন (৫৫বিজিবি)র অধিনায়ক এম জাহিদুর রশীদ, পিএসসি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি অবহিত করে তিনি বলেন সন্ত্রাসবাদ, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি জোয়ানরা দৃঢ় পদক্ষেপ গ্রহন করেছে। বিজিবির তৎপরতার কারনে সীমান্তে অবৈধ অস্ত্র ও মানব পাচার শূন্যের কোঠায় নেমে এসেছে। এরই প্রেক্ষিতে গত ১ জানুয়ারী  হতে ২০ অক্টোবর পর্যন্ত ৮ জন আসামীসহ ৩২ লক্ষ টাকার মাদকদ্রব্য ও ৪৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয় বলে জানান। আটককৃত মালামাল গুলি হল ৮৮২ বোতল ভারতীয় মদ, ৪৬৫ কেজি গাঁজা, ৩৭৮ পিস ইয়াবা, ৩৮ বোতল বিয়ার, ৪৭২ বোতল ফেন্সিডিল, ১৪ হাজার ৬ শত ৪৯ কেজি ভারতীয় চা পাতা, ৩ হাজার ১ শত ৩৬ পিস আতশবাজী, ১টি মোটরসাইকেল, ৪টি চোরাই মোবাইল, ১৫ কেজি ইলিশ ও ৫ শত ৯২টি চশমা আটক করা হয়েছে। এর সাথে ৮ জন চোরাকারবারীকে গ্রেফতার করে তাদের বিরুদ্বে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী ও জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক মোঃ নুরুল আমীন, আবুল কালাম আজাদ, এস এম সুলতান খান, ফারুক মাহমুদ, ওয়াহিদুল ইসলাম জিতু, এস আর রুবেল, মোঃ ওয়াহিদ আলী, আজিজুল হক নাছির,   জিলানী আকন্জী ও মোঃ জুবাইর আলম প্রমূখ।


     এই বিভাগের আরো খবর