,

পেয়াজের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় পেয়াজের দাম বেশি রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতি কেজি পেয়াজের দাম ১২০-১৩০ টাকা রাখার অপরাধে এসব জরিমানা আদায় করা হয়। এদিন পেয়াজের দাম কমে ১১০ টাকায় আসলেও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগের দিনের দামে পেয়াজ বিক্রি করে আসছিলো। এ সময় অভি স্টোরকে ২ হাজার টাকা, শেখ জুলি স্টোরকে ২ হাজার টাকা এবং সুবোধ কুড়ি নামক ব্যবসায়ীকে আরো ৫ শত টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পেয়াজের দামে কারসাজিকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।


     এই বিভাগের আরো খবর