,

নবীগঞ্জের গহরপুর সপ্রাবি’তে যাতায়াতে নেই কোন সুব্যবস্থা ॥ শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ১৫১নং গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের নেই কোন সুব্যবস্থা। চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিকে দুইটি খালের মধ্যভাগে বেষ্টিত এই বিদ্যালয়। খাল পেড়িয়ে যেতে কোনো সুব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হয়ে বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। একটি ব্রীজের অভাবে ছাত্র-ছাত্রীদেরকে অনেক কষ্ট করে যেতে হচ্ছে বিদ্যালয়ে। বর্ষাকালে শিক্ষার্থীরা পানিতে ভিজে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা জন্য নেই কোন মাঠ বিদ্যালয়ের ওয়াশরুমটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনারঞ্জন দাস বলেন, গত মার্চ মাস থেকে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নেই। ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করছেন উপজেলা এটিও। পাঁচটি শ্রেণীর জন্য রয়েছে তিনটি শ্রেণীকক্ষ। পঞ্চম শ্রেণীকক্ষে মুক্তিযুদ্ধ কর্নার ও সততা ষ্টোর এবং পঞ্চম শ্রেণি ক্লাস অধ্যায়ন হয়ে থাকে যার জন্য একটি ভবনের প্রয়োজন। সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করছেন। কিন্তু অবহেলিত গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সামিয়া জানায়, প্রতিদিন অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসতে হয় যদি আমাদের বিদ্যালয়ের আসা যাওয়ার জন্য একটি ব্রীজ থাকতো তাহলে আমার অনেক সুন্দর ভাবে বিদ্যালয়ে এসে ক্লাস করতে পারতাম। আমাদের খেলাধুলার জন্য নেই কোন মাঠ। বর্ষার দিনে পানিতে ভিজে আসতে হয় আমাদের প্রাণের বিদ্যালয়ে। বিদ্যালয়ের সামনের খালের উপর একটি ব্রীজ নির্মাণ করে আমাদের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সুব্যবস্তা গড়ে তুলার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি। এলাকাবাসীর সাথে আলাপকালে তারা বলেন, সরকার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ করে দিচ্ছেন। আমাদের নবীগঞ্জ-বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী মহোদয়ের উদ্যোগে নবীগঞ্জ বাহুবলে শিক্ষার উন্নয়নে ব্যাপক উন্নয়নে হচ্ছে। ইতোমধ্যে তার প্রচেষ্টায় নবীগঞ্জ বাহুবলে একটি কলেজসহ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। আমরা এমপি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি। আমাদের কোমলমতি শিক্ষার্থীতের ভবিষ্যতের কথা ভেবে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ ও খালের উপরে একটি ব্রীজ নির্মাণ করে দেয়ার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি।


     এই বিভাগের আরো খবর