,

অবাধে চলা ফেরা করতে নিষেধ করায় দেবর ও শশুরের উপর মামলা দায়ের

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে অবাধে চলা ফেরা করায় বাধা নিষেধ করায় দুই দেবর ও চাচা শশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছে অনিত্য দাশের স্ত্রী শিল্পী রানী দাশ (৩০)। প্রতিবেশী সূত্রে প্রকাশ শিল্পী রানী দাশের স্বামী অনিত্য দাশ বাহিরে চাকুরীতে থাকায় তার ঘরে অন্য এলাকার অপরিচিত লোকজন প্রায়ই আসা যাওয়া করে এবং শিল্পী রানী দাশ অবাধে চলাফেরা করে আসছিল। এ নিয়ে এলাকার লোকজন বিভিন্ন কথাবার্তা বলতে থাকায় মান সম্মান রক্ষার তার আত্মীয় দেবর কিশোর দাশ, ইশ্বর দাশ ও চাচা শশুর অজিত দাশ, শিল্পী রানী দাশকে এ বিষয়ে বুঝাতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে খারাপ ভাষায় গালমন্দ করে ও মামলার হুমকি দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। পরে গত ২৫/৩/২০১৯ইং দুই দেবর কিশোর দাশ (৩০) ইশ্বর দাশ (২২) ও চাচা শশুর অজিত দাশ (৩৮) বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা ও শ্লীলতাহানি করেছে বলে আদালতে একটি মামলা দায়ের করে শিল্পী রানী দাশ। এ বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর