,

কওমী মাদ্রাসার যাবতীয় উন্নয়নে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাব -এমপি এড. মোঃ আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির বলেছেন, দেশের প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা কওমী মাদ্রাসাগুলোতে কুরআন-হাদীসের শিক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীদের আলেম বানানোর পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করা হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী শিক্ষার অবদান ও মানবিক দিক বিবেচনা করে কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে সরকারি স্বীকৃতি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি নিজেও একজন সংসদ সদস্য হওয়ার সুবাদে উক্ত স্বীকৃতির পক্ষে সমর্থন দিয়ে মহৎ কাজের স্বাক্ষী হয়েছি বলে গর্ববোধ করছি। তিনি বলেন, শুধু স্বীকৃতি নয়, আমি কওমী শিক্ষার্থীদের সরকারি চাকুরীতে নিয়োগ লাভে এবং কওমী মাদ্রাসাগুলোর যাবতীয় উন্নয়নে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাব। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার বিতরণী ও জেলা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে ও মাওঃ আব্দুল কুদ্দুস নোমান, মাওঃ আজিজুর রহমান মানিক ও মাওঃ জাবের আল হুদা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন জামেয়া দারুল আরকাম বিবাড়িয়ার প্রিন্সিপাল, বেফাকের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আল্লামা সাজিদুর রহমান, সহ-সভাপতি, মাওঃ মুসলেহ উদ্দীন রাজু, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওঃ জহুর আলী, রায়ধর জামেয়ার মুহতামিম, মাওঃ আবু সালেহ সাদী, প্রফেসর মুহসিন আহমদ, মাওঃ আনোয়ার আলী প্রমুখ। আল্লামা সাজিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, কওমী মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি দীক্ষা ও নৈতিক শিক্ষার গুরুত্ব দেওয়া হয়, তাই কওমী মাদ্রাসায় আবরার হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেখা যায় না। আখেরাতমুখী ও নৈতিক শিক্ষার ফলে কওমী মাদ্রাসায় হল দখল নেই, চাঁদাবাজি নেই, নারী ধর্ষণের মত ঘটনা এখানে ঘটেনা। সম্মেলনে জেলা বেফাকের নেতৃবৃন্দসহ বক্তব্য রাখেন, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ মুখলিসুর রহমান, মাওঃ আইয়ূব বিন সিদ্দীক, মাওঃ যুবায়ের আহমদ চৌধুরী, মাওঃ গোলাম কাদির, মাওঃ শাহ আলম তালুকদার, মাওঃ এনামুল হক, মাওঃ হাসিবুল হাসান, মাওঃ জুনাইদ আহমদ কাটখালী, মুফতী বশীর আহমদ, মুফতী ফায়যুল কারীম, মাওঃ আব্দুল কাইয়ুম, মুফতী মুহসিন আহমদ, মাওঃ সাইদুর রহমান, মাওঃ শরীফুদ্দীন সুফিয়ান, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ আব্দুল ওয়াহিদ, ব্যকস সভাপতি, শামছুল হুদা, মাওঃ জুনাইদ শাকির, মাওঃ হুমায়ুন কবির, মাওঃ সাব্বির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বেফাকের জেলা সম্মেলন স্মারকের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির।


     এই বিভাগের আরো খবর