,

পাকিস্তানকে হারানোর এখনই সুবর্ণ সুযোগ!

সময় ডেস্ক ॥ আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এক ম্যাচ নিষিদ্ধ থাকায় এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। আর আসন্ন সিরিজে পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাকিস্তানকে হারানোর এখনই সুবর্ণ সুযোগ বলে মনে করছেন তিনি। বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল। অনুশীলন শেষে ম্যাচ-পূর্ববতী সংবাদ সম্মেলন এ সব কথা বলেন সাকিব। পাকিস্তানকে এর আগে ওয়ানডেতে একবারই হারিয়েছে বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপের গ্র“প পর্বে। তবে অতীত নিয়ে ভাবছেন না সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের সবকিছু ঠিক আছে। আমরা অতীত নিয়ে ভাবছি না। এখন পাকিস্তানের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ আছে-এই চিন্তা নিয়ে ম্যাচ খেলতে হবে। আমাদের পুরো দল এখন ভালো অবস্থায় আছে। এখনই পাকিস্তানের বিপক্ষে জয় দরকার। বাংলাদেশ সফরে এসে অবশ্য শুরুতেই হোঁচট খেয়েছে পাকিস্তান। মঙ্গলবার একমাত্র একদিনের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারায় বিসিবি একাদশ। তবে পাকিস্তান প্রস্তুতি ম্যাচে হেরেছে বলে তাদের হালকাভাবে নিচ্ছেন না সাকিব। বাংলাদেশের সেরা এই ক্রিকেটার বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ জিতেছি বলে যে পাকিস্তানকে হালকাভাবে নেব তা নয়। পাকিস্তান দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। সুতরাং ওদেরকে হালকা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ওখানে (প্রস্তুতি ম্যাচে) খেলেছে, যা আমাদের জন্য ইতিবাচক। ওরা পাকিস্তান দলের বিভিন্ন দিক আমাদের জানাতে পারবে।


     এই বিভাগের আরো খবর