,

নবীগঞ্জে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণের ঘটনায় সরেজমিনে উপ-সহকারী কর্মকর্তা

সুমন আলী খাঁন ॥ নবীগঞ্জে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরেজমিন পরিদর্শন করেছেন উপ-সহকারী কর্মকর্তা জুনাইদ আহমদ। গতকাল বুধবার সকালে পানিউম্দা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জুনাইদ আহমদ সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান সরকারি রাস্তায় দেয়াল নির্মাণের কাজ করে আসছিলেন উপজেলার পানিউম্দা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আব্দাল মিয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের নির্দেশে তিনি আব্দাল মিয়া ও তার লোকজনকে কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলেন। যদি সরকারি জায়গায় কোন ধরণের পাকা করণ কাজ করা হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আব্দাল মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক ভাবে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণের কাজ করে আসছিলেন। সরকারি জায়গায় দেয়াল নির্মাণের ঘটনায় কেউ আপত্তি করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আব্দাল মিয়ার লোকজন। একপর্যায়ে বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ মুব্বীয়ানরা বাঁধা দেন। কিন্তু আব্দাল মিয়া কারো কোন কথা না শুনে তিনি তার কাজ চালিয়ে যান। এতে বিপাকে পড়েন ওই গ্রামের রাস্তার পাশে বসবাসরত কয়েকটি পরিবারের লোকজন। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করেন অসংখ্য মানুষ। সকাল বেলা মসজিদে যাতায়াত করে ছোট ছোট শিশু। এছাড়াও এলাকার শতাধিক শিক্ষার্থী ওই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ওই গ্রামের কয়েকটি পরিবারের নিয়মিত যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণের কাজ কার্যক্রমের ফলে তাদের চলাচলে ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ওই এলাকার ৮/১০টি পরিবারের সদস্য মিলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের বরাবরে অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর