,

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল জলিলের ইন্তেকাল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেনজাপাড়াস্থ বাসায় অসুস্থ্যতা জনিত কারণে মারা যান তিনি। জলিল ১৯৬৬ সালে বি.কম পাশ করে ১৯৬৮ সালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউট ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। একাধারে ৩৭ বছর শিক্ষকতা করে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। মরহুমের পারিবারিক সুত্রে জানায়- তিনি ১৯৪৫ সালে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন এবং ব্যক্তি জীবনে তিনি নিঃসন্তান। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা বিকাল সাগে ৪ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভা মাঠে ও সন্ধ্যায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক সচিব অশোক মাধব রায়, ডিএমপির সাবেক কমিশনার মোঃ মিজানুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী জেনালেল সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র সাংবাদিক জাহেদ চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মার্কেন্টাইন ব্যাংকের সাবেক এমডি আব্দুল জলিল চৌধুরী, ডাচ্ ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ার ফারুক তালুকদার শামীম, ডাক্তার এম এ ওয়াহাব, ডাক্তার শামীমা আক্তার, ডাক্তার এমএ মোতালিব, ডাক্তার মুখলেছুর রহমান উজ্বল, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারি প্রধান শিক্ষক মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন এবং বন্ব্যন ৮৭ব্যাচের মোঃ মোজাম্মেল হক, জামাল মিয়া, আবুল ফজল, সিতার মিয়া, আঃ কাদিরর আব্বাছ মিয়া প্রমূখ।


     এই বিভাগের আরো খবর