,

নবীগঞ্জের কুর্শিতে ভাতার বহি বিতরণে এমপি মিলাদ গাজী

উন্নয়ন কর্মকান্ডে কোন ধরণের দূর্নীতি বরদাস্ত করা হবে না

সুমন আলী খাঁন ॥ ‘আওয়ামীলীগ সরকার, জনবান্ধব সরকার’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই একমাত্র বঙ্গবন্ধুর সোনার বাংলার অস্বচ্ছল, অসহায় কর্মক্ষম, শারীরিক প্রতিবন্ধী, বিধবা, বীর মুক্তিযোদ্ধা, মাতৃত্বকালীন ভাতা চালু করে দেশের নিরীহ মানুষের কল্যানে কাজ করে আসছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যা এর আগে কোন সরকার করেনি। গত বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা নবীগঞ্জ সহ ২২টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়তন ঘোষণা করেছেন। যা আমাদের জন্য অনেক বড় পাওয়া। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সভাকক্ষে ভাতার বহি বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন- শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার সব সময় জনগণের কল্যানে, জনগণকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তয়নে কাজ করে যাচ্ছে। তাই আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কমকা-ে নবীগঞ্জ-বাহুবলে কোন ধরণের দূর্নীতি করলে তা বরদাস্ত করা যাবেনা। ভাতার বহি বিতরণ অনুষ্ঠানে কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুন নূর, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, দেবপাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়া, কুর্শি ইউনিয়ন পরিষদের প্যানেল ফারছু মিয়া,  ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, ইউপি সদস্য আঃ ছুবহান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমলেন্দ্র সুত্রধর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনামুল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর হায়দার আলী প্রমূখ। এছাড়াও উক্ত অনুঠানে অসহায়, শারীরিক প্রতিবন্ধী, বিধবা, বীর মুক্তিযোদ্ধা প্রায় তিন শতাধিক লোকজনের মধ্যে ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ানসহ বিভিন্ন পেশার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য গোলাম হোসেন চৌধুরী রাজু। গীতা পাঠ করেন অমলেন্দ্র সুত্রধর।


     এই বিভাগের আরো খবর