,

নবীগঞ্জে ৪ মাদকসেবীকে ২ বছরের সাজাসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দুই বছরের সাজাসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। এর আগে গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে সাড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় যৌণ উত্তেজন ইয়াবা সেবনের অভিযোগে মদনপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র আলমগীর (৩৮) ও গন্ধা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র সিরাজ উদ্দিন (৩৫)কে ২ বছরের কারাদন্ড,  এছাড়া শাহপুর গ্রামের মৃত ফিরুজ আলীর পুত্র পারভেজ আলী (৩০) কে গাঁজা সেবনের অভিযোগে ১৫ দিনের কারাদন্ড ও সুজাপুর গ্রামের মৃত সিনহা রায়ের পুত্র অনুদ রায় (৭০)কে মদ্যপানের অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া বাকী ৩ জনকে গতকাল সোমবার রাতে সাজা পরোয়ানামুলে কারাগারে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান।


     এই বিভাগের আরো খবর