,

হবিগঞ্জ শহরে নকল বীজ তৈরির কারখানার সন্ধান ॥ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে হাইব্রিড হীরা-২ জাতের নকল বীজ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল বীজ তৈরি করে দেদারছে বিক্রয় করছেন কাজল রায় নামে এক ব্যবসায়ী। গত মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে একদল পুলিশ শহরের আনোয়ারপুুর পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এর খবর পেয়ে দোকানের মালিক কাজল রায় দোকানে তালা মেরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তখন বিভিন্ন কোম্পানির নামে বিপুল পরিমাণ নকল মোড়ক ও স্টিকার লাগানো নকল হীরা-২ জাতের ধানের প্যাকেট ও নানান সরঞ্জাম জব্দ করে দোকান সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হীরা ধানসহ মোড়ক পরীক্ষা করার পর নকল হলে নিয়মিত মামলা দেয়া হবে। জানা যায়, দীর্ঘদিন ধরে কাজল রায় আনোয়ারপুর এলাকার একটি নামবিহীন দোকানে হাইব্রিড হীরা-২ জাতের নকল বীজ প্রস্তুত করে দোকানে দোকানে বিক্রয় করছেন। বিভিন্ন কোম্পানির নকল মোড়ক ও স্টিকার লাগিয়ে নকল বীজ বিক্রয় করে প্রতারিত করছেন কৃষকদের। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, বীজ ও কীটনাশক সমিতির সভাপতি এমরান মিয়া, সাধারণ সম্পাদক শেখ মোঃ নুরুল হকসহ সমিতির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর