,

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে সিএনজি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ॥ আহত ৪

হবিগঞ্জ থেকে জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে প্রাণ কোম্পানীর গেইটের সামনে সিএনজিও ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টায় ওই কোম্পানীর প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-১৪-৯২৫৪ এর সাথে বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজি চালক সোহেল মিয়া (২৫) নিহত হয়। সে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের বাসিন্দা। আহত হয় একই পরিবারের ৫ জন। গুরুতর আহতাবস্থায় মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের আব্দুল হক (৫০), তার কন্যা তানিয়া আক্তার (২০), শ্বাশুড়ি হামিদা তালুকদার (৬০), ও মেমরাজ বেগম (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল হক চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। এছাড়া অন্যান্যদেরকে আহতাবস্থায় সিলেট ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ আটক করলেও ট্রাক চালক পালিয়ে গেছে। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতরা জানায়, তারা একতিয়ার পুর থেকে বিরামচর গ্রামে আসছিলেন। হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান জানান, পুলিশ পৌছে পরিস্থিতি শান্ত করে। তিনি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর