,

সৌম্য সরকারের অলরাউন্ডিং নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ

সময় ডেস্ক ॥ আফগানিস্থানকে ৭ উইকেটে হারিয়ে ইমার্জিং এশিয়ার কাপের ফাইনালে নাম লেখালো বাংলাদেশ। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরিতে ২ শত ২৯ রানের লক্ষ্যটা ৬১ বল হাতে রেখে টপকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সৌম্য ৫৯ বলে ৬১ ও অধিনায়ক শান্ত ৬৮ বলে ৫৯ রান করেন। ইয়াসির আলী ৩৮ ও আফিফ হোসেন ৪৫ রানে অপরাজিত থাকেন। এর আগে সৌম্য সরকার ও হাসান মাহমুদের ৩ উইকেট শিকারে আফগানিস্থানকে ২২৮/৯ রানে আটকে দেয় বাংলাদেশ। আফগানিস্থানের পক্ষে ব্যাটসম্যান দারউইস রাসুলি শতক হাঁকান। আগামীকাল শনিবার ফাইনালে পাকিস্থানের মোকাবিলা করবে বাংলাদেশ ইমার্জিং দল। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্থান ইমার্জিং দল। শুরুতে হাসান মাহমুদের বোলিং তোপে পড়ে আফগানিস্থান। ২৪ রানে ৩ ব্যাটসম্যানকে হারায় তারা। ৩টি উইকেটই নেন হাসান।


     এই বিভাগের আরো খবর