,

নবীগঞ্জের মরহুম সাংবাদিক আলীমের মাতা ও তরুন সাংবাদিক ছনি’র দাদির ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

রুমান তালুকদার ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা বিশিষ্ট শালিস-বিচারক মরহুম জানু মিয়া চৌধুরীর স্ত্রী ও মরহুম সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের মাতা সাহেদুন নেছা চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিন্নাহি ………….. রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে তিনি চরগাঁও নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার সময় চরগাঁও মাদ্রাসা মাঠ প্রাঙ্গঁনে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী, উপজেলা বাসদের সভাপতি চৌধুরী ফয়সল শোয়েব, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক মাওঃ আব্দুর রকিব হক্কানি, এম এ মুহিত, আলমগীর মিয়া, আলী হাছান লিটন, মরহুমার নাতি ছনি চৌধুরী, নাহিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১, (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর