,

বাংলাদেশের পাকিস্থান সফর নিয়ে অনড় অবস্থানে পিসিবি

সময় ডেস্ক ॥ আইসিসি নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী জানুয়ারিতে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্থান। পাকিস্থান সফরের বিষয়ে বাংলাদেশি ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্টে আপত্তি জানায়। তারা পাকিস্থানের বাইরে টেস্ট খেলতে ইচ্ছুক। তবে পাকিস্থান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে দুটি সিরিজই পাকিস্থানেই খেলতে হবে। পিসিবির মুখপাত্র বলেন, ‘আমরা দেশের বাইরে আর কোনো হোম সিরিজ খেলতে চাইনা। বাংলাদেশ দলের পাকিস্থান সফর নিয়ে পরিকল্পনা বিসিবিকে পাঠানো হয়েছে। ভেন্যু ও ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সিরিজের একাংশ (টি-টোয়েন্টি) পাকিস্থানে আর বাকি অংশ (টেস্টে) অন্য দেশে আয়োজন করা সম্ভব নয়। এই বিষয় নিয়ে ভাবার আর কোনো অবকাশ নাই। এটা করতে গেলে পিএসএল ও ক্ষতিগ্রস্থ হবে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের দুটি দলকে আতিথেয়তা দিয়েছি। আশা করি তাদের এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো এই নিয়ে কোনো মন্তব্য করেনি।


     এই বিভাগের আরো খবর