,

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে সর্বাত্বক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার “ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫ তলা ভবন নির্মাণের ঘোষনা “

মোঃ সেলিম তালুকদার ॥ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে সর্বাত্বক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এটা সরকারের বড় সাফল্য। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী সকল উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঁচ তলা বিশিষ্ট ভবন নির্মাণের ঘোষনা দিয়ে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান, তিনি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মখলুছ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক জন্ম জয় ও ইউপি আপরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমাকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৫ শত কোটি টাকা দিয়েছেন। যাতে করে সিলেট বিভাগের কৃষকসহ সকল মানুষের উন্নয়ন করতে পারি। আর এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে। এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে ইনাতগঞ্জকে পর্যায়ক্রমে থানায় বাস্তবায়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি সেনিটেশন ব্যবস্থা, আইসিটি বিভাগের জন্য কয়েকটি কম্পিউটার দিবেন বলেও আশ্বস্থ করেন। পরিকল্পনা মন্ত্রী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসার পর প্রশাসনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর পূর্বে তিনি বিদ্যালয়ে প্রতিষ্টিত জাতির জনক বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রাহমান মুকুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন, সংসদ সদস্য জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রাহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এর সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ্র দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ওসি অপারেশন মোঃ নুরুল ইসলাম ভুইয়া, সেকেন্ড অফিসার সামছুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এড. মুজিবুর রহমান কাজল, জেলা কৃষকলীগ নেতা তৌহিদ উদ্দিন, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল খালিক, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাাদক ও সাংবাদিক রাখিল হোসেন, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, ইনাতগঞ্জ ইউপি যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, ইনাতগঞ্জ ইউপি ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে মাওঃ সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন সুরমা আচার্য্য। ১০ম শ্রেণীর শিক্ষার্থী জুই রায় মাননীয় মন্ত্রীকে নিয়ে একটি মানপত্র পাঠ করেন। এছাড়া আমার ভাবনায় তুমি এ মহান নেতা এম.এ মান্নান পরিকল্পনা মন্ত্রীর উদ্দেশ্যে ৭০ লাইনের একটি কবিতা আবৃত্তি করেন সৌরভ আহমদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিকতায় ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মখলুছ মিয়া।


     এই বিভাগের আরো খবর