,

সুদ হার এক অঙ্কে নামাতে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি গঠন

সময় ডেস্ক ॥   ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে কাজ করার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস এম মনিরুজ্জামানকে এ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটি ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমানোর বিষয় নিয়েও কাজ করবে। এর আগে রোববার সকালে ব্যাংকিং খাতের অবস্থার উন্নয়নে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বৈঠকের সিদ্ধান্তের আলোকে আলোচিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারমান্যান কাজী আকরাম হোসেন, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ার ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহমুদ হোসেন। উল্লেখ, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণের সুদ হার কমানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসা-শিল্পোদ্যোক্তারা। গত বছরের জুনে সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা আদায় করে ব্যাংকের উদ্যাক্তা-মালিকরা সুদ হার কমিয়ে এক অঙ্কে নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। একই বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতিই হয়নি।


     এই বিভাগের আরো খবর