,

ইন্টারনেটের দাম কমাচ্ছে মোবাইলফোন অপারেটররা!

সময় ডেস্ক : মোবাইলফোন অপারেটরগুলোর আয়ের উল্লেখযোগ্য অংশ ইন্টারনেট সেবা থেকে আসার কারণে আরেক দফা ইন্টারনেটের দাম কমাতে হিসাব-নিকাশ শুরু করেছে কোম্পানিগুলো। দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইন্টারনেটের দাম কমিয়েছে। অন্য অপারেটররা দাম কমাতে হিসাব-নিকাশ শুরু করেছে।
জানা গেছে, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে। অন্যদিকে রবি, বাংলালিংক ও এয়ারটেলের দাবি, অন্যান্য অপারেটরের চেয়ে তারা সাশ্রয়ী মূল্যে আগের তুলনায় বেশি ইন্টারনেট সেবা দিচ্ছে। অপারেটরগুলো ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতি কিলোবাইট ডাটার জন্য ২ পয়সা করে চার্জ করে। অথচ এই ৯ বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হলেও অপারেটররা একই দামে গ্রাহকদের কাছে ইন্টারনেট বিক্রি করে। এরপর ২০১৩ সালের জুলাই মাসে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে নির্দেশনা জারি করলে অপারেটরগুলো দাম কমাতে বাধ্য হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রামীণফোনের মোট আয়ের ১০-১৫ শতাংশ আসে ইন্টারনেট থেকে। বাংলালিংকের ৬, রবির ৫ এবং এয়ারটেলে ১০ শতাংশ আসে ইন্টারনেট সেবা থেকে। সিটিসেল মোবাইল এখন টিকে আছে ইন্টারনেট সেবা বিক্রি করে। আর টেলিটকের নব জš§ হয়েছে থ্রিজি চালুর পরে। এ দুটি অপারেটরের ইন্টারনেট থেকে আয়ের সঠিক পরিমাণ জানা না গেলেও সংশ্লিষ্টরা মনে করেন, অপারেটর দুটি টিকেই আছে ডাটা সেবা দিয়ে। অপারেটর দুটোর গ্রাহক সংখ্যা যথাক্রমে ১২ লাখ ৬৩ হাজার এবং ৩৯ লাখ ২ হাজার। তবে ইন্টারনেটে দেশের সবচেয়ে কম রেট দেওয়ার কারণে রাষ্ট্রীয় সংস্থা টেলিটক এখন অনেক এগিয়ে গেছে। তারা নিত্য নতুন ফর্মুলা নিয়ে গ্রাহকদের চাহিদামতো সেবা দিয়ে আসছে। এদিকে গত ৩০ মার্চ ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয় গ্রামীণফোন। এক গিগা ইন্টারনেটের দাম ৩০০ টাকা থেকে কমিয়ে ২৭৫ এবং দুই গিগার দাম ৪০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করে। সব ধরনের গ্রাহককে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে এ দুটি প্যাকেজসহ মোট সাতটি প্যাকেজ পুনর্বিন্যাস করে অপারেটরটি। রবি বাজারে প্রচলিত বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের চেয়ে আরো কম দামে ইন্টারনেট সেবা দিতে নতুন প্যাকেজ পরিকল্পনা করছে। বাংলালিংকের পরিচালক তাইমুর রহমান জানান, তাদের মোট আয়ের ৬ শতাংশ আসে ডাটা সার্ভিস থেকে। তাই ডাটার দাম কমানো হলে মানুষ বেশি-বেশি ইন্টারনেট ব্যবহার করবে। এতে পুষিয়ে নেওয়া যাবে। এয়ারটেলের জনসংযোগ বিভাগের প্রধান শমিত মাহবুব শাহাবুদ্দীন জানান, এমনিতেই তাদের ইন্টারনেট প্যাকেজ অন্যান্য যেকোনো অপারেটরের চেয়ে স্মার্ট এবং ইনোভেটিভ ডাটা সার্ভিস। উল্লেখ্য বর্তমানে দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার।


     এই বিভাগের আরো খবর