,

হবিগঞ্জে অবৈধ ইটভাটা ভাঙার আধা ঘন্টার মধ্যে মেরামত শুরু

সংবাদদাতা ॥ হবিগঞ্জের সদর উপজেলার সুঘরে অবস্থিত দীর্ঘ একযুগ ধরে অবৈধভাবে চলা ‘ভরসা ইটভাটা’ ভেঙে দেয়ার আধা ঘন্টার মধ্যেই ভাঙা অংশ মেরামতের কাজ ইটভাটা মালিকের লোকজন শুরু করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন রুবেল ও বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভরসা ইটভাটার কিলিংয়ের জায়গা এস্কেভেটর দিয়ে ভেঙে অভিযান সমাপ্ত করা হয়। অভিযান শেষ করে কর্মকর্তারা চলে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই কিলিং মেরামতের কাজ শুরু করেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। সঙ্গে চলছে ইট পুড়ানোর কাজও। অন্যদিকে রেজার লোকজন কাঁচা ইট বোঝাইও করছে কিলিংয়ের ভিতর। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন রুবেল জানান, আমরা চুলার মুখ ভেঙে দিয়েছি। এখন শুধু চুলার ভিতরে থাকা মালগুলোই পুড়বে। যদি নতুন করে তৈরি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর