,

লাখাইয়ের নোমান মোল্লার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে অপকর্মের হোতা নোমান মোল্লার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তার প্রতারণায় শিকার একই গ্রামের আতাউর রহমান ভুইয়ার পুত্র শিপন মিয়া ভুইয়া তার এসব অপকর্মের বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। গত ২ ডিসেম্বর এ অভিযাগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে প্রকাশ, ওই গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র নোমান মোল্লা একজন জাল-জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন ভুয়া কাগজাদি তৈরি করে সাধারণ মানুষকে হয়রানিসহ মানুষের জায়গা দখল করে আসছে। সে কখনো নেতা আবার কখনো সরকারী কোন কর্মকর্তার পরিচয় দিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে চুষে বেড়ায়। এ ছাড়া সে বিভিন্ন মামলার আসামীও বটে। তার এসব অপকর্মের বিরুদ্ধে গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরকে হুমকি-ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখানোর ফলে কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। তার এসব প্রতারণার শিকার হয়ে বাদীর পরিবারটি নিঃস্ব হয়ে যাচ্ছে। এমনকি নোমান মোল্লা ও তার লাটিয়াল বাহিনীর হুমকি ধমকির কারণে নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা।


     এই বিভাগের আরো খবর