,

শাহজি বাজার শালটিলা ও চুনারুঘাটের শানখলা বাজারে আবারও জমে উঠেছে জুয়ার আসর

জুয়েল চৌধুরী ॥ শাহজি বাজার শালটিলা ও চুনারুঘাটের শানখলা বাজারে আবারও জমে উঠেছে জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লাখ-লাখ টাকার খেলা চলে আসরে। আর এর নেতৃত্ব দিচ্ছেন শায়েস্তাগঞ্জ পুরাসুন্দা গ্রামের সাবেক মেম্বার এংরাজ মিয়া লাদিয়া গ্রামের জলিল মিয়া, কালিকাপুর গ্রামের ফারুক মিয়া ও চুনারুঘাট শানখলা গ্রামের সুরুজ আলী, কিতাব আলী, আব্দুুর রউফসহ বেশ কয়েকজন জুয়ারীদের গডফাদাররা। অভিযোগ রয়েছে জুয়ার টাকা যোগান দিতে ওই সড়কের বিভিন্ন স্থানে জুয়ারীরা যানবাহনসহ পথচারীদেরকে কাছ থেকে ছিনতাই করছে। বিভিন্ন স্থান থেকে সিএনজি নোহা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন সহ এসব জুয়ার আসরে যোগ দিচ্ছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়ারী জানান, শাহজিবাজার শালটিলা, ফরেস্ট ভিট, এক কিলোমিটার উত্তরে পাহাড়ের ভিতর তীরপাল টাঙ্গিয়ে এংরাজ মিয়া, জলিল মিয়া, ফারুক মিয়াসহ তার সহযোগীরা। অপরদিকে, শানখলা বাজারের নিকট একটি মাঠে সুরুজ আলী কিতাব আলী, আব্দুর রউফ জুয়ার আসর বসায়। অভিযোগ রয়েছে অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করেই তারা এসব চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক ও চুনারুঘাট থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, যেখানেই খবর পাওয়া যায় সেখানেই পুলিশের অভিযান চলে। তবে জুয়ারীরা গন-গন স্থান পরিবর্তন করায় তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না। আশা করা যায় অচিরেই তাদের গ্রেফতার করা হবে।


     এই বিভাগের আরো খবর