,

নবীগঞ্জে শিক্ষর্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ ॥

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর অর্থে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে পরীক্ষার্থীদের উপবৃত্তি বিতরন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপবৃত্তি বিতরন অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তি বিতরণ করেন জেলা জাতীয় পার্টির সভাপতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অথিতি হিসেব উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রেজাউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আমিনুর রহমান সুমন, বিকাশ রায়, সাংবাদিক রাকিল হোসেন, মতিউর রহমান মুন্না, জেলা তালামিযের সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল প্রমূখ। সারা দেশে একযোগে ৪৬৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপবৃত্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বেগম খালেদা জিয়া নিজেই ঘর ছেড়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে তাজুদের নামাজ পড়ে কাজ শুরু করেন আর এশার নামাজ পড়ে কাজের সমাপ্তি দেন। কিন্তু বেগম খালেদা জিয়া বেলা ১২ টায় ঘুম থেকে উঠেন, আর ঘুম থেকে উঠেই সাজ সজ্জ্যায় ব্যস্থ থাকেন। দেশের মানুষের কথা ভাবার সময় কোথায়। এমপি বাবু আরো বলেন, খালেদা জিয়ার এক সন্তান কিছু দিন আগে মারা গেছে আরেক সন্তান তারেক রহমান দেশের টাকা লুট করে লন্ডনে আরাম আয়াশে দিন যাপন করছেন। আর মা খলেদা জিয়া রাজাকারদেরকে নিয়ে দেশের নিরীহ মানুষদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছেন। এ সব থেকে দেশবাসীকে সোচ্ছার থাকার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী বলেন, দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের বিকল্প নেই। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের দরবারে পৌছাতে চান। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত জোট দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কারণ রাজাকারদের দিয়ে দেশের ক্ষতি ছাড়া উন্নয়ন হবে না। তিনি এই উপবৃত্তির টাকা দিয়ে তাদের শিক্ষা জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ ও সৈয়দপুর ফাজিল মাদ্রাসার স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে উপবৃত্তির চেক বিতরন করেন অনুষ্ঠানের অথিতিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর