,

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে খোলা মাঠে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার গণস্বাক্ষর কর্মসুচীর উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর