,

বিপিএল-এ মাত্র দুই ম্যাচ খেলবেন গেইল

সময় ডেস্ক ॥ বঙ্গবন্ধু বিপিএল-এ দুটির বেশি ম্যাচ খেলবেন না ক্রিস গেইল- এমন তথ্য জানালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস। এছাড়াও এবারের আসরে ইনজুরির জন্য খেলতে পারবেন না পাকিস্তানের বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকেও শুরুর ম্যাচগুলোতে পাওয়া যাবে না বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ক্রিস গেইলের ইনজুরির মাত্রাটা বেশি। শেষ দিকে তাকে দেখা যাবে, দুটির বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি। ইমাদ ওয়াসিমকেও আমরা পাচ্ছি না। তিনিও ইনজুরিতে। মাহমুদুল্লাহ রিয়াদও শুরুর এক-দুই ম্যাচ খেলতে পারবেন না। আশা করি পরে তাকে পুরোপুরি পাবো।’ এর আগে দক্ষিণ আফ্রিকায় মাজানসি সুপার লীগ খেলাকালে এবারের বিপিএল খেলা নিয়ে সংশয় দেখান গেইল। বিপিএল ড্রাফটে কিভাবে তার নাম এসেছে-এমন প্রশ্নও তোলেন এ ক্যারিবীয় ব্যাটসম্যান। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গেইল বিপিএল খেলতে আসছেন। গত সপ্তাহে গেইল নিজেই এক ভিডিওবার্তায় বিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেন। ভিডিও বার্তায় গেইল বলেন, ‘বিপিএল খেলতে আসছি আমি। বাংলাদেশের জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’ বিপিএলে ৩৮ ম্যাচ খেলে ১৫৮ স্ট্রাইক রেটে ক্রিস গেইলের সংগ্রহ ১৩৩৮ রান। আসরে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রানের মালিক গেইলের রয়েছে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি। তিনি বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। ৪০০ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ২২ শতকে ক্রিস গেইলের সংগ্রহ সর্বাধিক ১৩১৫২ রান।


     এই বিভাগের আরো খবর