,

বিদেশেও দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএল

সময় ডেস্ক ॥ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএল। এশিয়া অঞ্চলের মধ্যে ভারতের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব না কিনলেও দেখা যাবে ফ্যানকোড ওয়েবে। আর পাকিস্থানের ক্রিকেটপ্রেমীরা জিও সুপার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন বিপিএল। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মানুষ বিটি স্পোর্টসের মাধ্যমে বঙ্গবন্ধু বিপিএল দেখার সুযোগ পাবেন। ইতালিতে ইলেভেন স্পোর্টস সম্প্রচার করবে এবারের বিপিএল। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে হটস্টার, আফগানিস্থান থেকে আরটিএ এবং ক্যারিবিয়ান অঞ্চলের দর্শকরা ফ্লোতে দেখতে পাবেন বিপিএল। পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে র‌্যাবিটহোলের মাধ্যমে দেখা যাবে চার-ছক্কার এই টুর্নামেন্টটি।


     এই বিভাগের আরো খবর