,

আইপিএলের নিলামে মুশফিক

সময় ডেস্ক ॥ নিলামে ডাক পেতে নাম নিবন্ধন করিয়েছিলেন মোট ৯৭১ জন, যার মধ্যে ছয় বাংলাদেশিসহ বিদেশি ছিলেন ২৫৮। তবে তাদের সবাই নিলামে আর ডাক পাচ্ছেন না। আইপিএল কর্তৃপক্ষ নিবন্ধন তালিকা সংক্ষিপ্ত করে নামিয়ে এনেছে ৩৩২ জনে। মজার বিষয় হচ্ছে, নিবন্ধনে নাম না দেওয়া বেশ কিছু ক্রিকেটারও নিলামে উঠতে যাচ্ছেন। যার মধ্যে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। কলকাতায় ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। নিলামের জন্য চূড়ান্ত করা তালিকায় মুশফিক ছাড়াও বাংলাদেশের অন্য কেউ আছেন কিনা, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। জানা যায়নি মুশফিকের ভিত্তিমূল্য কত ধরা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। চূড়ান্ত তালিকাটি তৈরি করা হয়েছে মূলত ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে। নিবন্ধন করা খেলোয়াড়দের মধ্যে যাদের ওপর এক বা একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে এবং দলগুলোর যেসব পজিশন খালি আছে তার ভিত্তিতেই করা হয়েছে চূড়ান্ত তালিকা। এ ছাড়া নিবন্ধিত না হওয়া ক্রিকেটারদের ভেতর থেকেও কারও প্রতি আগ্রহ থাকলে নাম দিতে বলা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আর এভাবেই নিবন্ধন না করেও চূড়ান্ত তালিকায় ঢুকে যান ২৪ ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের মুশফিক ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার অ্যাডাম জামপা, ইংল্যান্ডের উইল জ্যাকসরা। এবারের আইপিএল নিলামে আটটি দল মোট ৭৩টি শূন্যস্থান পূরণ করবে। যার মধ্যে বিদেশি নিতে হবে ২৯ জন। অবশ্য কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে বাড়তি খেলোয়াড়ও দলভুক্ত করে নিতে পারবে। তবে অর্থ খরচের নির্দিষ্ট সীমার মধ্যেই তাদের থাকতে হবে। আগের মৌসুমের স্কোয়াড থেকে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার পর এবারের নিলামে বড় নাম হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাপওয়েল, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, ইংল্যান্ডের জেসন রয়, ইয়ন মরগান, দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ও ভারতের রবিন উথাপ্পারা।


     এই বিভাগের আরো খবর