,

নবীগঞ্জে ছাত্রদলের বর্ধিত সভায় দেশনেত্রীর মুক্তির জোর দাবী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় নবীগঞ্জ শেরপুর রোডস্থ হাজারী কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রদলের সভাপতি রায়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফোয়াদ হাসান রাজনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, সহ-সভাপতি যথাক্রমে মঈনুদ্দীন চৌধুরী জসীম, হাবিবুর রহমান হাবিব, আলী জাহান, সায়েক চৌধুরী, সাহেল আহমেদ প্রিন্স, শাহ সোহেল, হাফিজ তুহিনুর রহমান শিশু, আবু ছায়েদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে জসীম উদ্দিন, মিল্টন চৌধুরী, নাদির হোসেন লাভলু, আশ্বাদ চৌধুরী, সাইফুর রহমান রাজন, মোঃ মইনুল ইসলাম, মোঃ ইমাদুর রহমান, কাউছার আহমেদ, মোহন কায়েছ, মাহবুবুর রহমান খোকন, সেলিম আহমেদ, জাকারিয়া আহমেদ, শেখ মোশাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শাহ আহমদুল হাসান রাজু, মোঃ আজিজুর রহমান, মোঃ দুলাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, জেলা ছাত্রদল সদস্য আলী আহমেদ রোমান, আউশকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা জাকারিয়া সিদ্দিক, জসীম উদ্দিন, মোঃ তারেক মিয়া, করগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা আল-আমীন, গজনাইপুর ইউনিয়ন ছাত্রদল নেতামনিরুল ইসলাম মনির, কয়েছ আহমেদ, সৌরভ আহমেদ, উমর রহমান, দীঘলবাক ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল আহমেদ, জুনু মিয়া, মোঃ মোস্তফা মিয়া, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন ছাত্রদল নেতা দীপু আহমেদ, শফিকুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ, শেখ মনিরুল ইসলাম, সায়েক আহমেদ, কুর্শি ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, সুয়েদ আহমেদ, জোমান মিয়া, দেবপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রুহুল আমীন, রুবেল আহমেদ, মোহিবুর রহমান, দুলাল আহমেদ, বাউসা ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়ছল আহমেদ, হাবিজুর রহমান রুবেল, শোয়েবুর রহমান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আজাদ আহমেদ, হিরু আহমেদ, আহমদুর রহমান, মোঃ লেবু মিয়া, রবিন আহমেদ সেজু প্রমূখ। সভায় বক্তারা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় কারাগারে আটক রেখে হত্যার নীল নকশা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে অবৈধ সরকার। আইনের অপপ্রয়োগের মাধ্যমে বার বার দেশনেত্রীর জামিন আটকে রেখে সরকার বাংলার জনগণের রোষানলে পতিত হচ্ছে। এ সময় নেতারা দেশনেত্রীর মুক্তির লক্ষ্যে জোরদার আন্দোলন গড়ে তুলে স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলার বুকে ভোটের অধিকার বাস্থবায়নের আহবান জানান।


     এই বিভাগের আরো খবর