,

চুনারুঘাটে জমে উঠেছে শীত কাপড়ের মার্কেট

চুনারুঘাট থেকে ॥ জমে উঠেছে চুনারুঘাটের শীতের কাপড়ের বাজার। রাত শেষে সকাল থেকেই চুনারুঘাট বাজারের ঈদগাহের সামনের সড়কে শীতের কাপড়ের দোকানে জমেছে আসা ক্রেতাদের ভিড়। শীতের গরম পোশাক কিনছেন সবাই। পা থেকে মাথা পর্যন্ত শীত নিবারণ করতে গরম কাপড় কেনায় ব্যস্ত মানুষ। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি-দামি মার্কেট থেকে বিভিন্ন দামি গরম কাপড় কিনতে পারলেও গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা ফুটপাতে বিক্রি করা কাপড়ের দোকান আর ভ্যান গুলো। চুনারুঘাট মধ্য বাজারে সড়কের পাশে খোলা স্থানে শীতের কাপড়ের মার্কেটটি মূলত গরীবের শীতের মার্কেট হিসেবেই পরিচিত। এখানে বিভিন্ন শ্রেণির লোকজন কাপড় কিনে থাকেন। এখানকার ব্যবসায়ীরা শুধু শীতকে সামনে রেখে কাপড় কেনা-বেচা করে থাকেন। বছরের অন্যান্য সময় এখানে তেমন কেনা-বেচা না হলেও শীতকে সামনে রেখে এখানকার ব্যবসা জমজমাট হয়। এতে তারা ভালোই লাভবান হন ব্যবসায়ীরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, চুনারুঘাট মধ্য বাজারে সড়কের পাশে ও সদর ঈদগা সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক দোকান বসেছে। ক্রেতাদেরও বেশ ভিড়।


     এই বিভাগের আরো খবর