,

নবীগঞ্জে জাকজমকভাবে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম উৎসব পালন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১৩২ তম উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিলে, গত বৃহস্পতিবার বিকালে ১ম থেকে ১০শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩ টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগীতা। গত শুক্রবার সকালে ঠাকুরের প্রতকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০ টায় বস্ত্র বিতরন, দুপুর ১২ টায় ঠাকুরের লীলাকীর্তন, কীর্তন পরিবেশন করেন সিলেটের লীলা কীর্তনীয়া শ্রী বিশ্বদেব ভট্টাচার্য্য, দুপুর ২ টায় আনন্দবাজারে প্রসাদ বিতরন, বিকাল ৩.৩০ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন বানী ও আচার্য্যবাদ বিষয়ের উপর ধর্ম সভা। এসপিআর নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে এবং মৃম্ময় কান্তি দাশ বিজন ও উত্তম কুমার পাল হিমেলের যৌথ পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এসপিআর আশোতোষ দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। আলোচনা করেন, এসপিআর রতন কুমার দেব, এসপিআর সুকুমার দাশ, এসপিআর নিশিকান্ত দাশ, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়, যাজককর্মী রনজিত দাস, সস্তয়নী অরুন বিজয় দাশ, বরুন চন্দ্র সরকার, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক রশময় শীল, শংকর গোপ প্রমূখ। প্রধান আলোচক এসপিআর অধ্যাপক আশোতোষ দাস বলেন, এ ধরাধামে মানব কল্যানের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র আর্বিভুত হয়েছিলেন। তাই তাঁর চন্দ্রে বানী ও আদর্শ অনুসরন করে মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধ্যান। জীবের কল্যানের জন্য ঠাকুরের প্রতিষ্টিত মানুষ গড়ার সংগঠন সৎসঙ্গের নেতৃবৃন্দ সারা বিশ্বে আজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সভাশেষে চিত্রাংকন প্রযোগীতায় বিজয় ৯ জনকে ক্রেষ্ট এবং অংগ্রহনকারী ১৪ জনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। পরে উৎসব কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন ঢাকার টিভি ও বেতার শিল্পী কনিকা রায়, চ্যানেল এস শিল্পী পাপড়ী সরকার ভাবনা, চ্যানেল এস শিল্পী বিন্দু বাবু, বাধন মোদক, সিলেট প্রিয়বেশনের মনোজ কান্তি রায়, মাধবী সরকার রিমি, জয়িতা দাশ, বিভা রানী দাশ, তন্বী দাশ, প্রদীপ দাশ, প্রজ্ঞা দাশ, শিউলী দাশসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ আধুনিক হাসপাতালের উপ পরিচালক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক বিধান ধর, ইসকনের সাধারন সম্পাদক যুবরাজ গোপ, উৎপল দাশ,পার্থ পাল লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, মহিলা কাউন্সিলর রোকেয়া আক্তার, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি শিক্ষক সুব্রত দাশ, উপদেষ্টা বিধু ভুষণ গোপ, এড. মনিশংকর সরকার, রাখাল চন্দ্র দাশ, শিক্ষক নিখিল সুত্রধর, তাপস বনিক, যুগ্ম সম্পাদক রতিশ দাশ, যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন, সহ অর্থ সম্পাদক সজল চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক বৌদ্ধ গোপ, সাংস্কুতিক সম্পাদক নারায়ন সরকার, প্রচার সম্পাদক নরেশ দাশ, অজিত কুমার দাশ, শিক্ষক সজল চন্দ্র দাশ, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ, শিক্ষক গৌরমোহন দাশ, শিক্ষক পলাশ রতন দাশ, সজল কুমার দাশ, অমলেন্দু সুত্রধর, সুদীপ চন্দ্র দাশ, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব চন্দ্র দেব, বর্তমান সভাপতি জীবেশ গোপ, সুশান্তÍ শীল, নিতেশ দাশ, বিপ্লব দেব, দিপন দাশ, পরিমল মালাকার, রিন্টু কুমার দাশ, বিজিত দেব, তৃষ্ণা বনিক, রীনা রানী পাল, সুমি পাল, রীনা রানী সরকার, লীলা রানী সরকার, শিক্ষিকা শ্রাবণী দাশ রুমী, ফুলন রানী দাশ, সমর গোপ, বিশ্বজিত গোপ, নারায়ন দাশ, নয়ন দাশ, নয়নমনি সরকার, নিরজ দাশ, রনি দাশ, ভক্ত দেব, মানিক দেব, অনিক সরকার, হৃদয় শীল প্রমূখ। অনুষ্টানে সহ¯্রাধিক মানুষের সমাগম ঘটে।


     এই বিভাগের আরো খবর