,

ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ সড়ক চাই শেরপুর আজাদ বখত হাই স্কুলে সড়ক দুর্ঘটনা নিয়ে কুইজ ও নাটিকা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ছাত্র-ছাত্রীদের নিরাপদে চলাচলের জন্য নিরাপদ সড়ক চাই ও তাদেরকে সচেতন করে তোলার জন্য শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন, কুইজ ও নাটিকা এবং অভিনয়ের মাধ্যমে সড়ক দূর্ঘনার বাস্তব শিক্ষণীয় চিত্র ব্র্যাকের মাধ্যমে গতকাল শনিবার তুলে ধরা হয়েছে। ব্র্যাকের সামাজিক এ কর্মসূচী ছাত্রছাত্রী সহ সচেতন জনতার মধ্যে প্রসংশিত হয়েছে। নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার এই শ্লোগান কে সামনে রেখে গতকাল রবিবার শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রকল্পের আওতায় এ উপলক্ষ্যে সচিত্র প্রতিবেদন, কুইজ ও নাটিকা এবং অভিনয়ের মাধ্যমে সড়ক দূর্ঘনার বাস্তব শিক্ষণীয় চিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও রুহুল আমিন সমশেরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর হাইয়ে পুলিশের অফিসার ইনচার্জ নুরুন্নবী সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ব্র্যাকের নিরাপদ সড়ক চাই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পারভেজ খয়রী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ। বক্তব্য রাখেন শিহাবুর রহমান। শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগীতায় ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণির ১ শ ১০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। ১ শ ১০ জনের মধ্যে ২৫ জন সর্বাধিক নাম্বার প্রাপ্ত হয়। ২৫ জনের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ্কার সহ মোট ১০ জন কে বিভিন্ন পুরুষ্কার দেওয়া হয়। পরে একদল নাট্যকর্মী সড়ক নিরাপত্তা বিষয়ক একটি নাটক মঞ্চস্থ করেন। ব্র্যাকের নিরাপদ সড়ক চাই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জি.এম সুমন জানান, বিশ্বের যে সকল দেশে সড়ক দূর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশ তার মধ্যে একটি। সড়ক দূর্ঘটনায় দেশে যত লোক মারা যায় তার শতকরা ৬০ থেকে ৬৫ ভাগ হচ্ছে এই পথচারী। যার অধিকাংশই রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় পড়ে।


     এই বিভাগের আরো খবর