,

আনন্দ নিকেতনের মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় আনন্দ নিকেতনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও আনন্দ নিকেতনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ সঞ্চালনায় দীপংকর ভট্টাচার্য দেবুল ও পলাশ বণিক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমেদ, ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা বাবু সুশিল কুমার দাশ, আনন্দ নিকেতনের প্রতিষ্ঠাতা আহবায়ক কাঞ্চন বণিক, ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, অভিভাবক মহিতুষ দাশ মনিষ, কবি পৃত্বীশ চক্রবর্তী, তবল প্রশিক্ষক ঝুমুর ভৌমিক, নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল, কাস পরিচালক শৈলেশ দাশ, আলাল মিয়া, অনিক দাশ রাজন, অরিন্দম পাল, আবির, আনন্দ নিকেতনের শিক্ষার্থী আছাদুজ্জামান চৌধুরী, তমা রায় অন্না, রাজিব রায়। অনুষ্ঠানে আনন্দ নিকেতনের নৃত্য বিভাগের জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্প বৃন্দদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে যারা পুরস্কার প্রাপ্ত হন যথাক্রমে স্বস্তিকা ভৌমিক, জয় ঘোষ, নেপাল ঘোষ, কাশেম আলী, মিঠু চন্দ্র চন্দ, আছাব আলী, রুহিত রায়। সবশেষে আনন্দ নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা মনোরম নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।


     এই বিভাগের আরো খবর