,

হবিগঞ্জে বিট পুলিশিং কার্যক্রমের সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দাঙ্গা-চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন বাল্য বিয়ে ও ইভটিজিংসহ নানা অপরাদ প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ একদল পুলিশ। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বক্তারা চুরি-ডাকাতি-মাদক, বাল্য বিয়ে, দাঙ্গাসহ নানা অপরাদ প্রতিরোধ করতে হবে। এতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ সম্ভব। এ ছাড়া উক্ত এলার কূ-খ্যাত ডাকাত ও নুর আলম ও সুহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওসি তাদেরকে আশ^স্থ করেন। এবং সকল ধরনের সহযোগীতার আশ^াস দিয়েছেন। এ ছাড়াও ওই সভায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিল।


     এই বিভাগের আরো খবর