,

নবীগঞ্জের ৭নং করগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলরবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও গোপন ব্যলটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপি’র আগামী দিনের কর্ণধার নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ কলেজ সংলগ্ন আল-হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ সাহাব উদ্দিন শান্তি মিয়া, হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকে মোঃ আব্দুর রকিব দ্বিতীয় ও অপর প্রতিদন্ধি মৌলানা শোয়াইব আহমদ চৌধুরী চেয়ার প্রতিকে ৩য় হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে মোঃ আবু সুফিয়ান তালা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মই প্রতীকে মোঃ আঃ আহাদ। সাধারণ সম্পাদক পদে মোঃ মোজতাহিদ উদ্দিন চাকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে ছিলেন মোঃ আব্দুল হক বখত। যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ আক্কেল আলী মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হন। একমাত্র প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ছিলেন মোঃ আঃ শহীদ ছুরুক। সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় মোঃ ছমিরুল হককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। কাউন্সিল পরিচালনার দায়িত্বে ছিলেন ২ নং পূর্ব বড় ভাকৈড় ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আশিক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দ্বারা আলী, কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সম্মেলন শেষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মৌলানা শোয়াইব আহমেদ চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, আউশকান্দি ইউ/পি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ সদর ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি যুগ্ম আহবায়ক হাজী মুক্তাদির চৌধুরী, বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আঃ বারিক রনি, উপজেলা বিএনপির সদস্য মোরশেদ আহমদ, আমির হুসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত দাশ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মেরাজ মিয়া, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গণি চৌধুরী সোহেল, সাধারন সম্পাদক সোহেল রিপন চৌধুরী, পৌর বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক জুবায়ের সুমন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, মৎসজীবি দলের আহবায়ক সাহেব আলী, যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, ছাত্রদলের সাবেক আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, ইনাতগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ মিয়া, উপজেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমিন, পিন্টু দাশ, সাব্বির আহমেদ, রফিকুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ বাছিত, আঃ হক, আলাল মিয়া, আঃ হক, আখতারুজ্জামান মাহিদ, মরম আলী, আম্বর আলী, আঃ মতিন, শেখ লকুজ, আকমল মিয়া, আশিক মিয়া, সুহেল মিয়া, আঃ হান্নান, আশিক মিয়া, সাজিদ মিয়া, আলাউদ্দিন মিয়া, নুরুল হক, রাসেল চৌধুরী, প্রমূখ। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোজাক্কির হোসেন। এসময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালনের দচ্চ অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর