,

বানিয়াচংয়ে শীতের পরশে জমে উঠেছে পিঠা বিক্রি

সংবাদদাতা ॥ শীতকাল মানে পিঠা খাওয়ার উৎসব। তাই শীত এলে শহর, নগর ও গ্রামে-গঞ্জে পিঠা খাওয়ার ধুম পড়ে। শহর ও গ্রামীণ হাটবাজারে নানা রকম পিঠা বিক্রি করা হয়। বিশেষ করে ভাপা পিঠা, তেলের পিঠা ও চিতাই পিঠা। এসব পিঠার সমাদর সবখানেই সমানভাবে রয়েছে। শীত বাড়ার সাথে সাথে শহরের পাশাপাশি গ্রামেও শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে। বানিয়াচং উপজেলার আনাচে-কানাচে এখন এই শীতে পিঠা ব্যবসায়ীদের পিঠা বিক্রির হিড়িক পড়েছে। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় চল শীতের পিঠা বিক্রির ধুম। বানিয়াচংয়ের অলিগলিতে রাস্তার আশপাশেও পিঠাপুলির ভ্রাম্যমাণ দোকান বসে। এসব দোকানে কিশোর থেকে শুরু করে বয়স্ক লোকেরা পিঠা তৈরি করে ক্রেতার কাছে বিক্রি করেন। উপজেলার নতুনবাজার, বড়বাজার, আদর্শবাজারসহ বিভিন্ন মোড়ে পিঠা বিক্রি করতে দেয়া যায়। সন্ধ্যার পর থেকে ক্রেতাদের সমাগম বৃদ্ধি পায়। ক্রেতাদের সমাগমে বিক্রেতারাও খুশি। পিঠার দামও বেশি নয়। চিতই পিঠা ৫টাকা ও ভাপা পিঠা ১০টাকা দরে বিক্রি করা হয়। এ ব্যবসায় লাভবান হচ্ছেন অনেক বিক্রেতা।


     এই বিভাগের আরো খবর