,

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমজমাট

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই এ আসরে লক্ষ-লক্ষ টাকার লেদ-দেন হয়। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এ আসর চলে। অভিযোগ রয়েছে জুয়ারীদের মনোরঞ্জন করতে আয়োজন হয় নর্তকীদের, বসে মধ্য পানের আসরও। সম্প্রতি পুলিশের তাড়া থেকে শহর থেকে সড়ে গিয়ে এখন বিভিন্ন গ্রামগঞ্জের খোলা মাঠে জুয়ার আসর চলে। পুলিশ-প্রশাসনের হাত থেকে বাঁচতে জুয়ারীরা অবলম্বন করে থাকে নানা কৌশল। কেউ-কেউ কথিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আবার কেউ-কেউ আগ থেকে সোর্স স্থাপন করে জমজমাট এ ব্যবসা চালিয়ে আসছে। অনুসন্ধানে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার বহুলা, তেঘরিয়া, নাজিরপুর, এড়ালিয়া, পৈল বন্দের বাড়ি, পাঁচপাড়িয়া, উমেদনগর, শ্মশানঘাট এলাকা, শহরতলীর পাতাড়িয়া খোলা মাঠে, হাতিরথান টঙ্গিপুতা জমির আলীর বাড়ি, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ জুবেদের টাওয়ার, শায়েস্তাগঞ্জ নিজগাও সিরাজ চৌধুরীর বাড়ি, রেলওয়ে স্টেশন, জামতলা, দাউদনগর বাজার, বড়চড়, কাজিরগাও, চুনারুঘাট শানখলা, গণেশপুরসহ বিভিন্ন এলাকায় এসব জুয়ার আসর দেদারছে চলে আসছে। এতে করে একদিকে যেমন চুরি-ছিনতাই বাড়ছে অপরদিকে যুব সমাজ ধ্বংস হচ্ছে।


     এই বিভাগের আরো খবর