,

কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে আলোচনা সভা ২ মে

স্টাফ রিপোর্টার ॥ কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি উপলক্ষে হবিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ মে। ওইদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ভাষা সৈনিক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। এতে সম্মানিত আলোচকহিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক এম.আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী, বিশিষ্ট লেখক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। উক্ত আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সহধর্মিনী বেগম রোকেয়া চৌধুরী। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহস ও বীরত্বের জন্য গত ৭ মার্চ কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার-২০১৫ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়াকেও উক্ত পদক নিবেদন করা হয়।


     এই বিভাগের আরো খবর