,

হবিগঞ্জের বেসরকারী ডুম তাজুলের কাজ করেও টাকা দিতে হয় অন্যদেরকে

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের একমাত্র বেসরকারী ডুম তাজুল ইসলাম তাজু কাজ করেও টাকা দিতে হয় অন্যদেরকে। এ টাকার ভাগ নিয়ে যেকোন সময় মৃত ডুম ছাবুর পরিবার ও তাজুর মধ্যে মারা-মারির ঘটনা ঘটতে পারে। জানা যায়, হবিগঞ্জ জেলার সদর হাসপাতালের একমাত্র ডুম ছিল ছাবু মিয়া ও তার সহযোগী তাজু মিয়া। ছাবু মিয়া অনেক সময় লাশ না কাটলেও তাজু মিয়াই তার দায়িত্ব পালন করতেন। সম্প্রতি ছাবু মিয়া মারা যাওয়ার পর তার লাশ কাটার হাল ধরেন শীর্ষ তাজু। বর্তমানেও সরকারী কোন নিয়োগ না দেওয়ার হবিগঞ্জ জেলার সকাল লাশের কাটা-ছেড়ার কাজ তাজুই করে থাকেন। গতকাল দুপুরে হাসপাতালের প্রধান ফটকে ছোট্ট একটি খুড়ে ঘরে ডুম তাজুর দেখা পাওয়া যায়। এ প্রতিনিধিকে দেখে সে আক্ষেপ করে জানায় লাশ কাটা-ছেড়াই তার এক মাত্র পেশা। এ পর্যন্ত সে ১০ হাজারেরও বেশী লাশ কেটেছেন। তার দুঃখ হল সরকার থেকে কোন ভাতা দেয়া হয় না। লাশ কেটে যা উপার্জন করে তার সিংহ ভাগ প্রয়াত ছাবুর স্ত্রী ও সন্তান নিয়ে যায়। আর যেদিন লাশ না আসে সেদিন পরিবার পরিজন নিয়ে উপবাস থাকতে হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব জানান, আমার কাছে এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে যে কাজ করে সেই তার মুজুরীর দাবীদার। বিষয়টি যেহেতু শুনেছি যথাযত ব্যবস্থা নেব।


     এই বিভাগের আরো খবর