,

শায়েস্তাগঞ্জে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ কর্মসূচির উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির। গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। যে কারণে সবসময়ই কৃষকদের পাশে থাকে। এই ধারা অব্যাহত থাকবে। এ সময় ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম না করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বুলবুল খান, মুখলিছ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার প্রমুখ। এছাড়াও স্থানীয় কৃষকবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, চলতি বাজারে কৃষকরা ধান বিক্রি করছেন সাড়ে ৫ শত টাকা দরে। অথচ কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে তাদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা কেজি দরে ধান ক্রয় করছে সরকার। শায়েস্তাগঞ্জের ২৯০ জন কৃষকের নিকট থেকে ১ টন করে ধান ক্রয় করা হচ্ছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে।


     এই বিভাগের আরো খবর