,

হবিগঞ্জ হাসপাতালে সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পূর্ব বিরোধের জের ধরে দুইদল দালালের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার রাত ১০ টায় হাসপাতালের জরুরী বিভাগের
সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় অনন্তপুরের আব্দুল খালেক (৩৫) ও চরণ চন্দ্র দাস (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে একটি সঙ্গবদ্ধ দালাল চক্র গ্রাম-গঞ্জ থেকে আসা রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। আর তাদেরকে সহযোগীতা করে আসছেন হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা। অভিযোগ রয়েছে হাসপাতালের কয়েকজন কর্মচারীদের বাহিরে ঔষধের দোকান রয়েছে। নিয়োগ দেয়া আছে কয়েকজন দালাল। রোগী আসামাত্র ওই ফার্মেসিতে ভাগিয়ে নেয়াই তাদের কাজ। রাত ভোর হলেই সঙ্গবদ্ধ হয়ে এরা ৫/৮ জন দালাল দাড়িয়ে থাকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে। মাঝে-মাঝে রোগীদের সাথে ঔষুধের ব্যবস্থাপত্র নিয়ে ঘটে টানা-হেচড়া ও হাতা-হাতির ঘটনা। সম্প্রতি হাসপাতাল ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে দালালদের তালিকা তৈরি করে অভিযান চালালে দুইএকদিন গাঁ ডাকা দিলেও পরে আবার যেই-সেই। ওই দিন রাতে তালিকাভুক্ত দালাল আব্দুল খালেক ও হারুন মিয়ার মাঝে রোগী ভাগিয়ে নেয়া নিয়ে বাক-বিতন্ডায় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারুন ও তার লোকজনের হামলায় আব্দুল খালেক ও চরণ দাসসহ উল্লেখিতরা আহত হয়। এ ঘটনায় সদর হাসপাতাল এলাকায় আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে’।


     এই বিভাগের আরো খবর