,

চুনারুঘাটে প্রতারনার অভিযোগে আলীমসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে জিবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিডরাইটার আব্দুল আলীমসহ দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট উপজেলার হাতুরাকান্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র জুনায়েদ আহমেদ বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এই মামলা দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হল একই উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল আউয়ালের পুত্র চুনারুঘাট সাবরেজিষ্টার অফিসের সনদ নং৭৩ ডিডরাইটার আব্দুল আলীম ওরফে কাউছার, জিকুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ওয়াহিদ মিয়াসহ আরও একজন মহিলা। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য চুনারুঘাট উপজেলা সাব রেজিষ্টার অফিসারকে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, জানুয়ারী মাসের ১৭ তারিখ জিকুয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী জিবিত আমিনা খাতুনকে মৃত দেখিয়ে ভুয়া মাঠ পর্চা ও ওয়ারিসান সনদপত্রসহ বিভিন্ন কাগজপত্র জাল করে আব্দুল আলীম ও ওয়াহেদ মিয়া বাদী জুনেদের কাছ থেকে ৩৮ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় এবং একটি জাল দলিল সৃষ্টি করে যার নং – ২১২/১৯। অভিযোগ রয়েছে ওই ডিডরাইটার আলীমের একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র রয়েছে। সে দীর্ঘদিন ধরে গ্রাম-গঞ্জের সহজ-সরল মানুষকে কৌশলে ভুয়া দলিল তৈরি টাকা পয়সা হাতিয়ে নেয়।


     এই বিভাগের আরো খবর