,

হবিগঞ্জে তীব্র শীতে জনজীবন অতিষ্ঠ ॥ ২ নবজাতকের মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ তীব্র শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেখা দিয়েছে বিভিন্ন রোগ-বালাই। মাত্রারিক্ত ঠান্ডায় বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গতকাল সোমবার ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ২ নবজাতক মারা যায়। গতকাল সকাল থেকে প্রচন্ড ঠান্ডা বাড়ায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের ভীড় বাড়ে হাসপাতালে। গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল পরিমান জায়গা নেই। জায়গা না পেয়ে অনেকেই হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আগত রোগীদের স্বজনরা জানান, খাবার স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে আর কোন ঔষধ দেয়া হয় না। প্রয়োজনীয় সব ঔষধই বাহির থেকে কিনে আনতে হয়।


     এই বিভাগের আরো খবর