,

আনোয়ারখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইছমত আহমেদের কৃতজ্ঞতা

সংবাদদাতা ॥ সুদ ও দাদন ব্যবসার সাথে জড়িত থাকায় ইনাতগঞ্জের তাছমিনের বিরুদ্ধে হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন ইনাতগঞ্জের বট পাড়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী সেনা বেগম। অভিযোগের অনুলিপি সিলেট রেঞ্জের ডি.আই.জি ও দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগ বরাবরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে সেনা বেগম উল্লেখ করেন, ইনাতগঞ্জ ইউনিয়নের শহীদুল ইসলাম ভুট্টুর স্ত্রী তাছমিন দীর্ঘদনি যাবৎ এলাকায় সুদ ও দাদন ব্যবসা করে নিরিহ লোকজনকে ভিটে ছাড়া করছেন যা তদন্তকালে প্রমাণিত হবে। তিনি তার নামীয় সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার একাউন্ট নং- ৫৭১১৭০১২০৮৬২৪-এর চেক পাতা নং- ২৬৫১৪৪৩ টি গত ১৪ অক্টোবর সকাল অনুমান ১০টায় নিজ বাড়ি হতে সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখায় যাওয়ার পথে হারিয়ে পেলেন। এব্যপারে তিনি গত ১৬ অক্টোবর নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অভিযোগে সেনা বেগম আরও উল্লেখ করেন, তাছমিন হারানো ও দস্তখতকৃত ঐ চেকের পাতাটি পেয়ে রুপালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার মাধ্যমে গত ৮ ডিসেম্বর তারিখে ডিজ’অনার করায়। পরবর্তীতে তাছমিন বাদী হয়ে হবিগঞ্জ আদালতের এডভোকেটের মাধ্যমে সেনা বেগমের নামে উকিল নোটিশ করায়। সেনা বেগম অভিযোগে উল্লেখ করেন, উকিল নোটিশ পেয়ে তিনি এলাকার গণ্যমান্য লোকজনকে নিয়ে তাছমিনের নিকট গেলে সে সেনা বেগমের নিকট ৫ লক্ষ টাকা পাইবে এবং তাকে সেনা বেগম ৫ লক্ষ টাকার চেক দিয়েছেন বলে জানায়। হারানো চেকখানা পেয়ে অতিলোভের আশায় স্বামী শহীদুল ইসলাম ভুট্টুর প্ররোচনায় তাছমিন সেনা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুদখোর ও দাদন ব্যবসায়ী তাছমিন ও তার স্বামী শহীদুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে এলাকার লোকজনের অনেক অভিযোগ আছে, যা তদন্তকালে প্রমানিত হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এব্যপারে তিনি তাছমিনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর