,

চুনারুঘাটের রেমা বনাঞ্চলে বিলুপ্ত প্রজাতির শকুন অবমুক্ত

সংবাদদাতা ॥ দেশের বৃহত্তম দ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে রেমা বনাঞ্চলে শকুনের নিরাপদ আশ্রয়স্থলে বিলুপ্ত প্রজাতির ১টি শকুন অবমুক্ত করা হয়েছে। গত বুধবার বিকাল ৫টায় রেমা বনাঞ্চলের ময়নাবিল এলাকায় শকুনের নিরাপদ আশ্রয়স্থল গভীর অরণ্যে শকুনটি অবমুক্ত করেন কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- রেমা বিটের বিট অফিসার জহিরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, সিপিজি সদস্য আব্দুল মালেক, মস্থ মিয়া, রেমা বিটের স্টাফ ও স্থানীয় অন্যান্যরা। উল্লেখ্য, সারি রেঞ্জের লালখান এলাকা হইতে রেঞ্জ কর্মকর্তা সারি কর্তৃক জনতার কবল হইতে উদ্ধারকৃত বিলুপ্ত প্রজাতির শকুনটি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস.এম সাজ্জাদ হোসেনের নির্দেশে কালেঙ্গা রেঞ্জের রেমা বনাঞ্চলের গভীর অরণ্যে শকুনটি অবমুক্ত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর