,

দায়ীদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের

সময় ডেস্ক ॥ ইউক্রেনের বিমান ভূপাতিত করার জন্য দায়ীদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইউক্রেন প্রেসিডেন্সি থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, রুহানি বলেছেন, বিমান দুর্ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এর আগে গত বুধবার ইউক্রেনের ১৭৬ জন আরোহীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার কথা স্বীকার করে তেহরান। বলা হয়, অনিচ্ছাকৃত ও মনুষ্যসৃষ্ট ভুলে এমন ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনার প্রতিবাদ হয়েছে ইরানে। কমপক্ষে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেছেন। তাদেরকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে বিক্ষোভরতদের উস্কানি দেয়ার অভিযোগে তেহরানে বৃটিশ রাষ্ট্রদূতকে আটক করার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর