,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে
এলাকাবাসী, অপহরণ মামলার ভিকটিমকে মৌলভী
বাজার থেকে আটক করছে পুলিশ’ শিরোনামেপ্রকাশিত সংবাদের প্রতিবাদগতকাল দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক দেশ জমিনসহ হবিগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় বিভিন্ন দৈনিকে “নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী, ভিকটিমকে আটক করছে পুলিশ”সহ ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের বিভিন্ন অংশে বাস্তবতা বিবর্জিত তথ্য পরিবেশন করা হয়েছে। তা আদৌ সত্য নহে। আমি এ মানহানিকর মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে কোন প্রকার সালিশ বৈঠক কিংবা কোন প্রকার প্রতিবাদ সভার মতো কোন ঘটনা ঘটেনি। সংবাদে মোহাম্মদ আলী ও জাহাঙ্গীর মিয়াকে র‌্যাবের সোর্স বলা হয়েছে। জাহাঙ্গীর মিয়া লন্ডন প্রবাসী। লন্ডন অবস্থানকারী ব্যক্তিকে র‌্যাবের সোর্স আখ্যায়িত করা হাস্যকর ছাড়া কিছুই নয়। মোহাম্মদ আলীকে র‌্যাবের সোর্স আখ্যায়িত করা হয়েছে তাকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করার মানসে। সংবাদে বলা হয়েছে আসাদ মিয়া গংরা গাঁ ডাকা দিয়েছে। বাস্তবতা হলো আসাদ মিয়া এবং তার সাথীরা গ্রামেই আছেন গাঁ ডাকা দেয়ার প্রশ্নই আসেনা।প্রতিবাদকারী
শেখ আলমগীর কবির
গ্রামঃ সদরঘাট
দেবপাড়া ইউনিয়ন পরিষদ
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর